অনেক দিন থেকেই ইচ্ছে ছিল অনলাইনে ব্লগিং করব, এটা আমার শখ। আর অন্য দিকে সাহিত্য আমার খুব ভালো লাগে।যদিও খুব বেশি পড়ার টাইম পাই না, আর আমার ধৈর্যও একটু কম।আর বিজ্ঞান, প্রযুক্তি জানার প্রতিও আমার একটু আগ্রহ আছে।যদিও খুব বেশি জানা হয় না।আর তাই আমার সব পছন্দের দিক নিয়েই বল্গিং শুরু করলাম। যেহেতু সাহিত্য বেশি ভালো লাগে আমার, তাই বিখ্যাত সব সাহিত্যিকদের
লেখনি এখানে তুলে ধরব।
 

এটি আমার লাইফের প্রথম ব্লগিং। আমি সাহিত্য অনেক বেশি প্রছন্দ করি। আমি মনে করি মানুষের মনের ক্ষুদা মেটানোর অন্যতম একটি উপায় সাহিত্য। বর্তমান যুগে হাতে বই নিয়ে পড়া লোকজন খুবই কম আছে। যে কেউ চাইলেই অনলাইন থেকে পড়ে। তাই সাহিত্য পিপাসুদের জন্য এই ওয়েবসাইট এর বেশির ভাগ জুড়েই আছে কবিতা,সেই সাথে সাহিত্যের অন্যান্য শাখাও কিছু কিছু আছে। প্রযুক্তি নির্ভর যুগে প্রযুক্তির প্রয়োজন অপরিহার্য, তাই এই ওয়েবসাইটে নিত্য নতুন প্রযুক্তি নিয়েও কিছু লেখা লেখি আছে। এক দিকে মনের খাদ্য সাহিত্য ও অন্য দিকে বর্তমান যেগের প্রযুক্তি, এ দুই এর সমন্নয় রয়েছে এখানে।